ভারতের আহমেদাবাদ শহরে চলছে, আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বেশ সাড়া ফেলেছে এই আয়োজন। আজ শেষ হবে বর্ণিল এই অনুষ্ঠান।
ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। এবারের জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য। আর সম্মেলনের আয়োজক ভারত। তাই আহমেদাবাদের এই ঘুড়ি উৎসব, এর প্রচারনারই অংশ।
৩২তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নিচ্ছে ৬৫টি দেশের একশোর বেশি ঘুড়িপ্রেমী। একসঙ্গে সর্বাধিক ঘুড়ি উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা তাদের।
ঘুড়িপ্রেমীরা বলেন ”বাতাসের ওপর নির্ভর কোরে আমরা ঘুড়ি পরিবর্তন করি। বাতাস বেশি হলে বড় ঘুড়ি আর কম হলে ছোট ঘুড়ি উড়াই।” “করোনার কারণে দুই বছর পর ঘুড়ি উৎসব হওয়ায়, অনেক ভিড় হয়েছে। আমরা বেশ উপভোগ করছি।”
উৎসবে রয়েছে সাংস্কৃতিক আয়োজনও। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করছে আহমেদাবাদ।