শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

ডেটিং অ্যাপে প্রেম? দেখা করার আগে জেনে নিন কি করবেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আজকাল অনেকেই ডেটিং অ্যাপের শরণাপন্ন হন প্রেমিকপ্রেমিকা খুঁজতে। অনলাইনে অসংখ্য অ্যাপ আছে যেগুলো আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী মানানসই সঙ্গীকে বেছে নিতে সাহায্য করে। তবে তাতে প্রতারিত হওয়ার আশঙ্কাও আছে। ডেটিং অ্যাপে কারো সঙ্গে পরিচয়ের পর সরাসরি দেখা করতে গিয়ে বিপদে পড়তে পারেন। আর তাই অনলাইনে পরিচয়ের পর ডেটিংয়ে যাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।

 

. একটু রিসার্চ করে নিন

আপনি যার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন তাকে নিয়ে একটু ঘাটাঘাটি করুন। তাদের প্রোফাইল বা কথোপকথনে কোনও লাল পতাকা বা অসঙ্গতি আছে কি না দেখুন। ডেটিং অ্যাপে সাধারণত তিন ধরনের ফ্ল্যাগ থাকেবিজ ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ। ‘রেড ফ্ল্যাগ’ মানে হল– ‘না’; আপনি পছন্দ করেন না বা চান নাএ রকম। ‘গ্রিন ফ্ল্যাগ’ মানে হলআপনার সম্মতি আছে। আর এই দুয়ের মাঝামাঝি হল– ‘বিজ ফ্ল্যাগ’; আপনি ঠিক পছন্দও করছেন না, আবার বাদও দিতে পারছেন না।

 

. পরিচয় যাচাই করুন

যদি সম্ভব হয়, ব্যক্তিগতভাবে দেখা করার আগে সামাজিক মিডিয়া প্রোফাইল বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করুন।

 

. হুট করে দেখা করার সিদ্ধান্ত নেবেন না

ডেটিং অ্যাপে একটু আধটু কথাবার্তার পর হুট করে দেখা করার সিদ্ধান্ত নেবেন না। তার আগে ভালোভাবে খোঁজখবর নিন। যার সঙ্গে দেখা করতে চান তার প্রোফাইলটা ভালোভাবে চেক করুন। ছবিটা ভাল করে পরখ করুন, সন্দেহজনক কিছু চোখে পড়ে কি না। একটু আশপাশে খোঁজ নেয়ার চেষ্টা করুন।

পরিচিত বন্ধু থাকলে তার কাছ থেকে জানার চেষ্টা করুন যিনি দেখা করতে আসছেন তিনি আসলে কেমন। যদি এতটুকু সমস্যা মনে হয় তাহলে কোনও মতেই দেখা করতে যাওয়া ঠিক হবে না।

 

. প্রথমে ভিডিও চ্যাট করুন

ব্যক্তিগতভাবে কারও সঙ্গে দেখা করার আগে, তার ব্যক্তিত্ব সম্পর্কে ভালোভাবে ধারনা নেয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে একটি ভিডিও চ্যাট করার কথা ভাবতে পারেন। এক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারবেন যার কথা ভেবে দেখা করতে যাচ্ছেন আসলেই সে কি না।

 

. বন্ধুকে জানান

কার সঙ্গে দেখা করতে যাচ্ছে তা বন্ধু বা প্রিয়জনকে জানিয়ে যান। ব্যক্তির নাম, যোগাযোগের তথ্য এবং আপনি কোথায় দেখা করবেন এসবের বিশদ বিবরণ শেয়ার করুন। ডেটিংয়ে কোথায় যাচ্ছেন সেই লোকেশনও বলে যান তাদের। প্রয়োজনে কোনও অ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার করতে পারেন।

 

. ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নিজে করুন

নিজে গাড়ি চালানিয়ে দেখা করতে যান অথবা নিজের মতো করে পরিবহন বাছাই করুন। এইমাত্র দেখা হয়েছেএমন কারো সাথে গাড়িতে উঠা এড়িয়ে চলুন।

 

. পাবলিক প্লেসে দেখা করুন

প্রথমবারের মতো কারও সাথে দেখা করার সময় পাবলিক প্লেস বেছে নিতে পারেন। এক্ষেত্রে ক্যাফে, রেস্তোরাঁ বা পার্কের মতো জায়গা নির্ধারণ করতে পারেন।

 

. শান্ত থাকুন

মিটিং চলাকালীন অতিরিক্ত অ্যালকোহল বা মাদক সেবন এড়িয়ে চলুন। শান্ত থাকলে সতর্ক থাকতে এবং আরও ভাল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

 

. নিজের প্রবৃত্তিকে বিশ্বাস করুন

যদি কিছু সন্দেহজনক মনে হয় বা যদি মিটিং চলাকালীন অস্বস্তি বোধ করেন তবে আপনার সহজাত প্রবৃত্তিকে বিশ্বাস করুন এবং আলাপ দ্রুত শেষ করে স্থান ত্যাগ করার চেষ্টা করুন।

 

১০. ফোনে পর্যাপ্ত চার্জ রাখুন

নিশ্চিত করুন যে আপনার ফোনটি সম্পূর্ণভাবে চার্জ করা হয়েছে এবং আপনাকে সাহায্য বা সহায়তার জন্য কল করার প্রয়োজন হলে সহজেই যাতে সেটা করা যায়।

 

১১. মিটিং সফল না হলে

মিটিংটি প্রত্যাশা অনুযায়ী না হলে আগে থেকেই সেখান থেকে বেরিয়ে আসার একটি পরিকল্পনা আগে থেকেই ঠিক করুন। একজন বন্ধুকে সতর্ক অবস্থানে রাখুন, যিনি প্রয়োজনে আপনাকে সাহায্য করতে পারেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More