ক্ষমতাসীনদের প্রশ্রয়েই সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বেনজীর–আজিজ ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো, প্রতারণা। বেনজীর কীভাবে বিদেশে গেল? বলেন, এগুলো সব লোক দেখানো, প্রতারণা। ক্ষমতাসীনদের প্রশ্রয়েই সাবেক আইজিপি দেশ ছেড়েছেন।
তিনি আরও বলেন, এক আজিজ আর বেনজীর নয়। অসংখ্য আজিজ–বেনজীর তৈরি করেছে তারা।
বিএনপি মহাসচিব বলেন, সাফল্য একদিনে আসে না। সম্ভব হয়নি ঠিক, কিন্তু এখন পর্যন্ত আমরা সরে আসিনি। যখন জেলে যাই, মার খাই। তখন বুঝি আসলে পরিস্থিটা কী। লড়াই চালাচ্ছি, চলবে, যতক্ষণ পর্যন্ত বিজয় না আসে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
বুদ্ধিজীবীদের নিজের উদ্যোগেই এগিয়ে আসা উচিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। কৌশল পরিবর্তন হলেও লক্ষ্য অটুট আছে।
এমবি/এসএ/দীপ্ত সংবাদ