সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা থেকে ৮০ টাকা বেড়ে কাঁচা মরিচের দাম দাঁড়িয়েছে ২০০ টাকা। কোথাও কোথাও আবার ২২০ টাকায়ও বিক্রি হচ্ছে। বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি করছেন বিক্রেতারা।
শুক্রবার (২৪ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে , সব বাজারেই কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে, তবে যে সব মরিচের মান কিছুটা ভালো সেই দুই এক জাতের মরিচ ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
আসন্ন ঈদুল আযহার বাকি প্রায় এক মাস। এর আগেই বাজারে কাঁচামরিচের দাম বেড়ে গিয়ে ২০০ টাকায় দাঁড়িয়েছে। গতবার (২০২৩) ঠিক এই সময়ে ঈদুল আযহার আগে কাঁচামরিচের দাম বেড়ে ৭০০ টাকায় ঠেকেছিল।
ব্যবসায়ীরা বলছেন, এই সময়ে দেশে কাঁচামরিচের কিছুটা ঘাটতি থাকে, সে কারণে দাম বেড়ে যায়। তখন আমদানি করে কাঁচামরিচের ঘাটতি মেটানো হয়।
আল/ দীপ্ত সংবাদ