ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি–টুয়েন্টি, আর আধুনিক ধুম–ধারাক্কা মারকুটে ক্রিকেটের এই ফরমেটের উন্নতিতেই এখন সব দেশের নজর। কিন্তু ব্যতিক্রম পথে হাঁটছে বাংলার টাইগাররা। তাই তো লজ্জাজনক এক রেকর্ডের পাশেই সবার আগে নাম লেখালো নাজমুল শান্তর দল। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ম্যাচে, টি–টুয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০তম হারের মুখ দেখলো বাংলাদেশ।
আধুনিক ক্রিকেটের এই ফরমেটে টাইগারদের অভিষেক হয় ২০০৬ সালের ২৮ নভেম্বর। দেশের মাটিতে সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও, সময়ের পরাক্রমে তাল মিলিয়ে চলতে যেনো ব্যর্থ টাইগাররা। এখন পর্যন্ত টি–টুয়েন্টি ক্রিকেটে ১৬৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০০ টি ম্যাচে হারের বিপরীতে জয়ের দেখা পেয়েছে ৬৪ টিতে। অর্থাৎ শতকরা ৫৯.৫২ ম্যাচে হারের বিপরীতে জয় ৩৮.১০ শতাংশ ম্যাচে। বাকি ৪ টি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত।
এই হারগুলোর মধ্যে রয়েছে টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি আয়ারল্যান্ড (টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে), স্কটল্যান্ড, নেদারল্যান্ড, হংকং এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের মতো নবনিযুক্ত দলের সাথে হারের লজ্জা। ২০২৪ টি–টুয়েন্টি বিশ্বকাপের আগ মুহুর্তে পর পর দুই ম্যাচ হেরে, সিরিজ হারের লজ্জা যেনো টাইগারদের কফিনে শেষ পেরেক হিসেবে বিঁধলো।
এর আগে টাইগারদের টি–টুয়েন্টি ইতিহাসে প্রথম হার এসেছিল পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর। সেদিন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে পাকিস্তানের কাছে বিদেশের মাটিতে ৩০ রানে হেরেছিল টাইগাররা। এরপর নিজেদের অর্ধশতক হারটি এসেছিল ২০১৮ সালে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে। সাকিব আল হাসানের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে সেদিন ১৭ রানে হেরেছিল টাইগাররা। আর সবশেষ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে গতকাল যুক্তরাষ্ট্রের মাটিতে হারের সেঞ্চুরির স্বাদ পেলো বাংলাদেশ।
ইমাম/দীপ্ত নিউজ