হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
রবিবার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরনা জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় ১৬টি দল নিয়ে সাজানো উদ্ধারকর্মীদের দল। তবে তীব্র বৃষ্টি, ঘন কুয়াশা ও বাজে আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
ইরানের অন্য সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার খবর আসে, সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। ফলে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতোল্লাহ মোহাম্মদ আলী আলে–হাশেম ছিলেন।
প্রসঙ্গত, আল জাজিরার প্রতিবেদন মতে, গত শনিবার (১৮ মে) রাইসি আজারবাইজান সফরে যান। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি বাঁধ উদ্বোধন করেন। রবিবার (১৯ মে) সেখান থেকেই ফিরছিলেন রাইসি।
এসএ/দীপ্ত সংবাদ