অনুমোদন ছাড়া বিক্রি হওয়া ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
রবিবার (১৯ মে) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন।
এরআগে, দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির হয়ে জামিন চান গোলাম মোস্তফা। এ সময় তিনি তার দোষ স্বীকার করে নেন। পরে আদালত তাকে জরিমানা করে জামিন মঞ্জুর করেন।
মূলত অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছিল আকিজ গ্রুপের ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’। তাই বাজার থেকে প্রতিষ্ঠানটির ‘রিচার্জ’ প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক গোলাম মোস্তফাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ মে) বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কোম্পানিগুলো হলো– এসএমসি প্লাস, প্রাণের অ্যাকটিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টারবো।
এসএ/দীপ্ত সংবাদ