ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুরের মা মারা গেছেন। শুক্রবার (১৭ মে) বেলা ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ বাঙালি গায়িকার মা।
এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে মায়ের একটি ছবি পোস্ট করেন গায়িকার বোন মেহুলি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ক্যাপশনে তিনি লেখেন, ‘শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, গত এপ্রিল মাসের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মোনালি ঠাকুরের মাকে। তার দুটো কিডনি কাজ করছিল না, ডায়ালাইসিস চলছিল। অক্সিজেন লেভেল ৫১–তে নেমে গিয়েছিল। চারদিন আগে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়। ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরপারে পাড়ি জমালেন মোনালির মা।
আল / দীপ্ত সংবাদ