দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। একইসঙ্গে সংগঠনটি সবচেয়ে শক্তিশালী।
শুক্রবার (১৭ মে) গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতারা শুভেচ্ছা জানাতে গেলে, দলীয় প্রধান শেখ হাসিনা এসব বলেছেন।
তিনি বলেন, ওইদিন দেশে এত বড় দল পরিচালনা করার অভিজ্ঞতা ছিল না। ছাত্রলীগ করার সময় নেতা হওয়ার চেষ্টা করেননি। তবে দলে যে দায়িত্ব দিয়েছে, সেটাই পালন করেছেন।
নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বহু চক্রান্ত হওয়ার পর তিনি ও তার দল এগিয়ে গেছে। এটা সকলকে ধরে রাখতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান, তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
বিদেশে অবস্থান করার সময়ই ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে, দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। এরপরই ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন তিনি।
আল / দীপ্ত সংবাদ