লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় ২০টি দোকান।
বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সবুজ নামের এক পল্লী চিকিৎসকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিস কর্মীদের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আর এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তুষভান্ডার বাজারের বনিক সমিতি।
তুষভান্ডার বাজার বনিক সমিতির সভাপতি আবু তালেব মিলু বলেন,আজ বেলা ১২টার দিকে গালামাল, কসমেটিক, চায়ের দোকানসহ ছোটবড় ২০টিরও অধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে কালীগঞ্জ ফায়ার সার্ভিস।
সুপ্তি/ দীপ্ত সংবাদ