দরজায় কড়া নাড়ছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় আটলান্টিক ও ক্যারিবিয়ান পাড়ে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হবে।
সোমবার (১৩ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেছে।
বিসিবি’র সূত্র জানিয়েছে, মূলত দল ঘোষণা প্রক্রিয়ায় বাধা এসেছে তাসকিন আহমেদের জন্য। তার অপ্রত্যাশিত ইনজুরির কারণেই দল ঘোষণায় বিলম্ব।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিনের রিপোর্ট এখনো হাতে পাইনি। হাতে পেলেই বিস্তারিত জানানো হবে। রিপোর্ট না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কি অবস্থা।‘
উল্লেখ্য, বিশ্বকাপে এবারের আসরে গ্রুপ ডি–তে রয়েছে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা।
প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে শুরু হবে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।
এসএ/দীপ্ত সংবাদ