এলইডি আলো জ্বলে এমন কৃত্রিম চোখ উদ্ভাবন করেছেন চীনের এক প্রযুক্তিবিদ। তার আশা, এই বায়োনিক চোখ মানুষের আত্মবিশ্বাস বাড়াবে।
অবিশ্বাস্য হলেও সত্য! চোখ দিয়ে বের হচ্ছে কখনো সবুজ আবার লাল রংয়ের এলইডি আলো। হাতের স্পর্শের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এটি। বিস্ময়কর এই বায়োনিক চোখের আবিস্কারক চীনের প্রযুক্তিবীদ জিন টং।
২০১৩ সালে মাত্র ১৮ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় ডান চোখ হারান তিনি। এরপরই বিশেষ এই কৃত্রিম চোখ বানানোর বিষয়ে আগ্রহী হন প্রতিভাবান এই প্রযুক্তিবীদ। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকেও ব্যাপক সাড়া ফেলেছে তার এই অসাধারন আবিস্কার।
কৃত্রিম চক্ষু প্রযুক্তিবিদ জিন টং বলেন “|আমি মনে করি এই কাজটি খুবই অর্থপূর্ণ। আমার মতো যারা এক চোখ দিয়ে দেখেন,তাদেরকে সাহায্য করতে চাই। আশা করছি,আমার এই আবিস্কার ওই মানুষগুলোর অনুপ্রেরণা বাড়াবে আর তাদেরকে প্রফুল্ল ও বহির্মুখী করবে।”
এলইডি আলো জ্বলে এমন প্রতিটি বায়োনিক চোখের দাম এক থেকে পাঁচ হাজার ইউয়ান। বেইজিংয়ের টংরেন হাসপাতালের কাছে বায়োনিক চোখ তৈরির নিজস্ব একটি স্টুডিও রয়েছে তার। বর্তমানে এলইডিযুক্ত কৃত্তিম চোখের উন্নয়নে কাজ করছেন তিনি। ভবিষ্যতে এর অত্যাধুনিক সংস্করন বের করার বিষয়ে আশাবাদী জিন টং।