বছরের প্রথমদিন কাল থেকে পাঠ্যপুস্তক পাবে সারাদেশের শিক্ষার্থীরা। শনিবার ২০২৩ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন- সংকটের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করছে।
প্রতিবছরের মতো ২০২৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে শুরু হলো নতুন বই বিতরণ কার্যক্রম। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে করোনাকালেও শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। সরকারপ্রধান বলেন, নানা সংকট ও অসুবিধার পরও সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের হিসাব অনুযায়ী, নতুন বছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৩ কোটি ৯১ লাখের বেশি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।