শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বেলা গড়ালেও বাড়েনি ভোটার উপস্থিতি

ষষ্ঠ উপজেলা নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দুইটি উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে ঘুরে দেখা পাওয়া যায়নি প্রত্যাশিত ভোটার।বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমন প্রত্যাশাও পূরণ হয়নি ভোটকেন্দ্র গুলোতে ।

বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে ও হরিপুরের ৬টি ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচন ৩৬টি মোট ৯০ কেন্দ্রের ৮০৮টি কক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার ২০ টির বেশি কেন্দ্র ঘুরে দুপুর ১ টা পর্যন্ত ভোটার লাইনগুলো ফাঁকা লক্ষ্য করা গেছে।

সরজমিনে ঘুরে দেখাগেছে দুএকজন করে ভোটার ভোট দিচ্ছেন। লাইনগুলোতে নেই কোন ভোটার। অনেক বুথে ঝিম ধরে বসে আছেন ভোটগ্রহণ কারী কর্মকর্তা ও বিভিন্ন প্রার্থীর পুলিং এজেন্ট গুলো।

ভোটকেন্দ্রে আসা ভোটার মোশারফ ইসলাম বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রে তেমন ভোটার নাই। লাইনগুলো ফাঁকা। নিজে ভোট দিয়ে স্ত্রীকে নিয়ে আসলাম দুপুরে তবুও দেখছি ফাঁকা। ভোটের আমেজ বুঝি এখন এটাই।

ভোটার গিতা রানী বলেন, সকাল থেকে রোদ ছিলোনা। আবহাওয়া ছিলো মেঘাচ্ছন্ন। সকালেই ভোট দিয়েছি। প্রতিবেশীদের সাথে আবারও ভোটকেন্দ্রে আসলাম দেখতে। ভোট শান্তিপূর্ণ হচ্ছে তবে ভোটার উপস্থিতি খুবই কম।।

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুর ইসলাম বলেন, ভোট গ্রহণের তিন ঘন্টা অতিবাহিত হলেও ভোট পড়েছে ১১০ টি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা তার।

এদিকে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। মানুষজন নির্বিঘ্নে ভোট প্রদান করছেন। ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে। ভোটারগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন সেজন্য তৎপর রয়েছে প্রশাসন।

বালিয়াডাঙ্গী উপজেলায় পুরুষ ভোটারের সংখ্যা ৮২ হাজার ৯৫৪ ও মহিলা ৭৭ হাজার ৯০৯ জন। মোট ১ লাখ ৬০ হাজার ৮৬৩ জন ভোটার ও হরিপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৬৯ ও মহিলা ভোটারের সংখ্যা ৫৮ হাজার ১২৮ জন।

এসব ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৮ প্লাটুন বিজিবি, এক উপজেলায় ১৬ জন করে দুই উপজেলায় ৩২ জন র‌্যাব, প্রতি উপজেলায় তিনটি গাড়িতে দুই উপজেলায় মোট ৬টি গাড়িতে আনছার টহলে থাকছেন। এছাড়াও বালিয়াডাঙ্গীতে ৮ জন ম্যাজিস্ট্রেট ও হরিপুরে ৫ জন। মোট ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন এবং দুই উপজেলায় মোট ৫৮৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে ৩৫৭ জন ও হরিপুরের কেন্দ্রে ২৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

হিমেল/ আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More