তীব্র গরমে ঝিনাইদহ-কালীগঞ্জ-যশোর মহাসড়কের চিত্র এটি। দীর্ঘদিন রক্ষণা বেক্ষণের অভাবে সড়কটির বিষয়খালী এলাকা এখন মৃত্যু-ফাঁদে পরিণত হয়েছে।
জানা গেছে, মহাসড়কটির চার লেনের উন্নতির জন্য সড়কের পাশে বড় বড় গাছ বিক্রি করা হয়েছে। ফলে প্রখর রোদে রাস্তার পিচ সব গলে যাচ্ছে। যানবাহন চলাচলের কারণে প্রশস্ত মহাসড়কের মাঝখানে রেল লাইনের মতো চিত্র তৈরি হয়েছে।
সরজমিনে দেখা গেছে, ঝিনাইদহ যশোর সড়কের বিষয়খালীর বটতলা নামকস্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত ১২০০ ফিট রাস্তা ফুলে উঠে রাস্তার মাঝখানে উচু-নিচু হয়ে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহ ধরে চলা এই হাল আরো বেহাল দশায় পরিণত হয়েছে।
বিষয়খালী গ্রামের বাসিন্দারা জানান, সড়কটি এতটাই বেহাল যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মেঠো পথে যেমন গরুর গাড়ী চলতে চলতে পয়ান বা রিক তৈরি হয়, ঠিক গুরুত্বপূর্ণ এই মহাসড়কের অবস্থাও তেমন হয়েছে।
বিষয়খালী বাজারের চা বিক্রেতা রাকিব হোসেন জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২৫-৩০ টি মোটরসাইকেল এই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। রাস্তাটি মেরামত খুবই জরুরি বলে তিনি মনে করেন।
ঝিনাইদহের সড়ক বিভাগ জানায়, ঝিনাইদহ-যশোর সড়ক উইকেয়ার সেকশন (ফেজ-১) ৬ লেন প্রকল্পের অধীনে সড়কটি হস্তান্তর করার কারণে ঝিনাইদহ সড়ক বিভাগের এখন আর করার কিছু নেই। এখন সড়কের সব সমস্যা প্রকল্পের মাধ্যমে সমাধান করতে হবে।