নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (৩ মে) সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টি–টোয়েন্টি বিশ্বকাপকে আগে সিরিজটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।সিরিজটিতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা–নিরীক্ষা করবে। ১৮ মাস পর দলে জায়গা পাওয়া সাইফউদ্দিনকে পরীক্ষা করে দেখবে দল।
এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপের পিচ যেহেতু স্পিন বান্ধব হবে; সেজন্য দলের লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার শেখ মেহেদি থাকতে পারেন একাদশে। তাদের দিকেও বাড়তি নজর থাকবে দলের। জিম্বাবুয়ের বিপক্ষে এই ৫ বোলারের পাশাপাশি ব্যাটার হিসেবে লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিককে দেখা যেতে পারে।
টাইগারদের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।