আফ্রিকার ‘ননী ফল’ এখন বাণিজ্যিভাবে চাষ হচ্ছে টাঙ্গাইলে। ঔষধীগুণ সম্পন্ন এই ফলের বাগান করেছেন কালিহাতী উপজেলার এক কৃষি উদ্যোক্তা।
ননী মূলত আফ্রিকান ফল। এর বৈজ্ঞানিক নাম ‘মরিন্ডাসিট্রিফলিয়া’। ভারত উপমহাদেশেও জন্মায় ননী গাছ। এটি ওষুধী গুন সম্পন্ন বলে জানিয়েছে কৃষি বিভাগ। কালিহাতী উপজেলার পৌংলী এলাকায় বাণিজ্যিকভাবে ননী ফলের বাগান করেছেন কৃষি উদ্যেক্তা বাবুল হোসেন।
একটি গাছে বারো মাসই ফল হয়। বাবুল হোসেনের বাগানে এ বছর ৭০টি গাছে ফল ধরেছে। বাজারে এক কেজি ননীর দাম ২ থেকে আড়াই হাজার টাকা। আর চারা বিক্রি হয় ৪শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। ভেষজ গাছ রোপনে নতুন উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দুই বছর আগে প্রায় ১ বিঘা জায়গায় কিছু চারা দিয়ে বাগান শুরু করেন বাবুল হোসেন। বর্তমানে তার বাগানে ২৮০টি চারা রয়েছে।