২০২২ সালে অস্থিতিশীলতার চরম পর্যায়ে পৌঁছেছে বিশ্ব। বছরের শুরুতেই বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণকারী দুই দেশের মধ্যে যুদ্ধ, বছর জুড়ে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বিরোধ, চায়না ও ভারত সীমান্তে উত্তেজনা, যুক্তরাজ্যে রাজনৈতিক অস্থিরতার জেরে দফায় দফায় নেতৃত্বের পরিবর্তন এবং শ্রীলংকার অর্থনৈতিক সংকট সব মিলিয়ে আলোচিত এই বছরটি।
২০২২ সালের সবচেয়ে আলোচিত ঘটনা ইউক্রেনে রাশিয়ার হামলা। ২৫ ফেব্রুয়ারি ইউক্রেন সীমান্ত দিয়ে হামলা চালায় রুশ সেনাবাহিনী। রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হলেও, ইউক্রেনের অনেক অঞ্চল নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। ১০ মাস পরও থামেনি সেই আগ্রাসন। বাস্ত্যুচ্যুত হয়েছেন ৬০ লাখ, আর প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ।
যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় রুশ প্রশাসন। ফলে বিশ্বজুড়ে দেখা দেয় জ্বালানি সঙ্কট। অন্যদিকে ইউক্রেনের বন্দর দখলে নেয় রাশিয়া, বন্ধ হয়ে যায় গম ও সুর্যমুখী তেলের সরবরাহ। সংকট দেখা দেয় বিশ্ব বাজারে।
এ বছর যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতি দুটোই টালমাটাল অবস্থায় ছিল। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড হয়। এরইমধ্যে তিন দফা প্রধানমন্ত্রী নির্বাচন করতে হয়েছে ব্রিটিশদের। জুলাইে পদত্যাগ করেন বরিস জনসন। দায়িত্ব নেয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস। সেপ্টেম্বরে ভারতীয় বংশোদ্ভূত এবং সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি শুনাক।
শ্রীলংকায় অর্থনৈতিক মন্দায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় মার্চে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র সহিংসতা। রাষ্ট্রপতির বাসভবন দখল করে ধ্বংসযজ্ঞ চালায় জনগণ। চাপের মুখে পদত্যাগ করেন গোতাবায়া। এরপর নতুন প্রেসিডেন্ট হন রনিল বিক্রমসিংহ।
১০ এপ্রিল ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার জায়গায় পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ স্থলাভিষিক্ত হন। তেহরিক-ই- ইনসাফ ও নিজের যায়গা পোক্ত করতে একের পর এক সমাবেশে করেন ইমরান খান। নভেম্বরে এক সমাবেশে হামলার শিকার হন তিনি। ডান পায়ে গুলি লাগে ইমরানের।
হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে, নৈতিকতা পুলিশের হাতে সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক কুর্দি তরুণী নিহতের ঘটনায়, ইরানে হিজাববিরোধী বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ৪ শতাধিক মানুষ। শেষমেষ নৈতিকতা পুলিশ বাতিলে বাধ্য হয় ইরান সরকার।
চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় আগস্টে। করোনা প্রতিরোধে ৩ বছর কঠোর বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে, ডিসেম্বরে বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয় চীন সরকার। এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও বছরজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আলোচনায় ছিল উত্তর কোরিয়া।