চ্যাম্পিয়ন্স লিগের ৬৯তম আসরে এবার সেমির মহারণের অপেক্ষায় ক্লাব ফুটবলের মহাসারথীরা। যেখানে প্রথম লেগে আলিয়েঞ্জ অ্যারিনা মুখরিত হবে রিয়াল ও বায়ার্নের ফুটবল শৈলীতে।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
দারুণ ছন্দে আছে চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপার খোঁজে থাকা রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারায় আনেচেলেত্তির শিষ্যরা।
বিপরীতে ৭ম শিরোপার সন্ধানে থাকা জার্মান লিগের সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ। যদিও এবার লিগ শিরোপা হাতছাড়া হওয়া বাভারিয়ানদের ফর্ম খুব একটা ভাল নয়। বিদায়ী ম্যানেজার টমাস টুখেলের এখন একমাত্র ভরসা চ্যাম্পিয়ন্স লিগ।
দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে রিয়াল। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ৮ বার নকআউট পর্বে দেখা হয় দুই দলের। যেখানে রিয়ালের ৪ জয়ের বিপরীতে বায়ার্নের আছে তিন জয়। সবশেষ ২০১৭–১৮ মৌসুমে বায়ার্নকে হারিয়েই ফাইনালে ওঠে স্প্যানিশ জায়ান্টরা। সেবার নিজেদের ১৩তম শিরোপা জিতে লস ব্ল্যাঙ্কোরা।
এবার সেমি ফাইনালে কোন ইংলিশ ক্লাব না থাকলেও দুই ক্লাবেই রয়েছেন ইংলিশ তারকারা। মাদ্রিদে বেলিংহাম আর বায়ার্নের হয়ে কিছু করে দেখানোর অপেক্ষায় হ্যারি কেইন।
আল/ দীপ্ত সংবাদ