ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাহতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও অনেকে।
গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরে পৃথক বিমান হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।
এরই মাঝে যুদ্ধবিরতি নিয়ে নতুন দফায় আলোচনার জন্য সোমবার মিশর যাচ্ছেন হামাসের কর্মকর্তারা। এদিকে, ইসরায়েলি বিমান হামলায় দাতব্য সংস্থার সাতজন কর্মী নিহত হওয়ার এক মাস পর সোমবার থেকে গাজা উপত্যকায় পুনরায় ত্রাণ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।
দাতব্য সংস্থাটি জানায়, রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশের জন্য খাবার সহ ২৭৬টি ট্রাক অপেক্ষমান রয়েছে।
আল / দীপ্ত সংবাদ