যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বাফেলো শহরের পূর্বাঞ্চলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
বাফেলাবাংলা নামে একটি মাসিক পত্রিকার ফেসবুক পেজে বলা হয়, দুর্বৃত্তের বন্দুকের গুলিতে নিহত দুইজন হলেন কুমিল্লার বাবুল (৪৫) ও সিলেটের ইউসুফ (৫৩)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াট (বিশেষ অস্ত্র এবং কৌশল) ইউনিট। পরে রাতে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাফেলোতে বাবুলের বাড়িতে কাজ করছিলেন ইউসুফ। এসময় এক কৃষ্ণাঙ্গ যুবক তাদের কাছ থেকে অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ যুবকটি তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় ইসিএমসি হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ বন্দুকধারী তাদের হেফাজতে আছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।
উল্লেখ্য, ঘটনার পর বাফেলো শহরে বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ