সারাদেশের মতো জামালপুরে তাপদাহে সাধারন মানুষ হাঁসফাঁস। বৃষ্টির জন্য হাহাকার করছে জেলাবাসী। বৃষ্টির পানির অভাবে ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি প্রাপ্তির আশায় বিশেষ দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) জুম্মার নামাজ শেষে শহরের বটতলা ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মাওলানা নজরুল ইসলাম।
দুই রাকাত ইসতিসকার নামাজ শেষে বিশেষ প্রার্থনা করেন ধর্মপ্রান মুসল্লীগন। সেখানে মহান আল্লাহ পাকের দরবারে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টি এবং শীতল বাতাসের জন্য আল্লাহর রহমত কামনা করেন, এছাড়াও সকলের পাপ মুক্ত করে দেশের মানুষ এবং বিশ্ব শান্তির কামনা করে নামাজে শত শত সাধারণ মানুষ অংশ করেন।
মাওলানা নজরুল ইসলাম বলেন, আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ মানুষের উপর যাতে রহমত বর্ষিত করে সেই কামনায় দোয়া করা হয়েছে।
তানভীর/ সুপ্তি/ দীপ্ত সংবাদ