তীব্র দাবদাহের মধ্যে চুয়াডাঙ্গায় ঝড়ো হাওয়ার সঙ্গে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দিবাগত ১টা ৩০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির স্থায়ীত্ব ছিল ৪০ মিনিট। এতে কিছু সময় জনমনে প্রশান্তি ফিরে আসে।
এর আগে তীব্র দাবদাহের মধ্যে মঙ্গলবার (২২ এপ্রিল) চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়। সকালে শহরের টাউন ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী ধর্মপ্রাণ মসুল্লিরা। এদিকে সকাল থেকে সূর্যের উত্তাপ শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে কোন বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা ছিল না। কিন্তু হঠাৎ করে রাত দেড়টার দিকে শুরু হয়ে রাত ২টা ১০ মিনিট পর্যন্ত বৃষ্টি হয় সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। বৃষ্টির সময় কাল ছিল ৪০ মিনিট। এ সময় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জান্নাতুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ