রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কাল। এরইমধ্যে ২২৯টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। যে কোন মূল্যে সুষ্ঠু নির্বাচনের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ইভিএমে ২২৯টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য নেয়া হয়েছে সবধরণের প্রস্তুতি। ব্যালট ছাড়া ভোটগ্রহণে আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি গাইবান্ধা উপ নির্বাচন স্থগিতের ঘটনায় সতর্ক সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ঝুঁকিপূর্ণ ৮৬টি কেন্দ্রে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। ৪৯ জন ম্যাজিস্ট্রেট এবং ৩৩টি মোবাইল টিমের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ১১ প্লাটুন বিজিবি। ৩ হাজার পুলিশ ও আনসার সদস্যকে নিয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে প্রস্তুত রংপুর মেট্রোপলিটন পুলিশ।
সিসিটিভির মাধ্যমে প্রতিটি কেন্দ্রে থাকবে কড়া নজরদারি।নির্বাচনের আগের দিন বাসায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা।