নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখার দায়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার (২২ এপ্রিল) বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তরপাড়া মহল্লার মোসলেম প্রামানিকের ছেলে।
নাটোরের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১৯ সালের ৪ আগষ্ট ভিকটিম কলেজ শিক্ষার্থীর এক আত্মীয় মারা গেলে তার বাবা ও মা তাকে বাড়ীতে রেখে সেখানে যায়। এ সময় প্রতিবেশী যুবক শাহাদাত হোসেন তাকে বাড়ীতে একা পেয়ে জোর করে ধর্ষণ করে। ঘটনাটি সবাইকে জানিয়ে দিতে চাইলে শাহাদাত ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি গলার ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে।
এ সময় ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী পাশের গ্রাম থেকে শাহাদাত হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনায় নিহত শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ শাহাদাত হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। পরে পুলিশ তদন্ত করে শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালতের বিচারক মামলার সাক্ষ্য প্রমান গ্রহন শেষে অভিযুক্ত শাহাদাত হোসেনকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানর আদেশ দেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবী জানান।
সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ