গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন।
সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শদাতা সং ইয়াং, দূতাবাসের প্রথম সচিব কুই ইফেং, দ্বিতীয় সচিব শি জুলিয়াং, অ্যাটাচি লিয়াং শুইং এবং বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি কে চাংলিয়াংসহ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. গোলাম কবির উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সমাধিসৌধে রাখা বইয়ে স্বাক্ষর করেন। পরে সমাধিসৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
সবুজ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ