দেশে চলমান তীব্র দাবদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রবিবার (২১ এপ্রিল) সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে নির্দেশনার বিষয়ে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাপদাহের কারণে কোল্ড কেস (যাদের তাৎক্ষণিক ভর্তি হওয়ার দরকার নেই) রোগীদের এ মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালগুলোতে ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ আছে। খাবার স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়।
এছাড়া বয়স্ক ও শিশুদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা জানান, মহাখালীতে করোনা চিকিৎসার জন্য ডিএনসিসি হাসপাতালে শিশু ও বয়স্কদের জন্য আলাদাভাবে বেড রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে তীব্র তাপদাহের কারণে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
এসএ/দীপ্ত সংবাদ