নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই ‘নির্দিষ্ট প্রতীকে‘ ভোট প্রার্থনাসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজুল ইসলাম মাসুমকে কারণ দর্শাতে বলা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখের সাক্ষরিত কারণ দর্শানো নোটিশ প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গোকুলনগর জুনিয়র বন্ধুমহল ক্লাব ও গোকুলনগর যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত ইসলামী জলসা ও তাফসিরুল কোরআন মাহফিলে আগত মুসল্লিরা ও এলাকাবাসীর কাছে দোয়া সহযোগিতা ও ভোট প্রার্থনা করেছেন তিনি। এছাড়া প্রতীক বরাদ্দের আগেই তার ফেসবুক আইডি থেকে দোয়াত কলম মার্কায় ভোট প্রার্থনা করা হয়েছে। এর ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাই তাকে আগামী রোববার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন,কারণ দর্শানো নোটিশ পেয়েছি। ইসলামী জালসা বা ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা করা যাবে না বিষয়টি আমার জানা ছিল না। নতুন নিয়মানুযায়ী ৫/৭ জনের বেশি মানুষ সাথে নিয়ে প্রচারণা করা যাবেনা এটা জানতাম।
তবে নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়ার ব্যাপারটা অসত্য। অনেকে প্রতীকের ব্যপারে জানতে চাইলে বলা হয়েছে আমি প্রথম চয়েস দিয়েছি দোয়াত কলম। সেটা হতেও পারে, নাও হতে পারে।“
আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াজুল ইসলাম মাসুমসহ ৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে।আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ আর ৮ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।
সাহেদুল/ আল / দীপ্ত সংবাদ