খানাখন্দের কারণে অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জ পৌরসভার বেউথা-আন্ধারমানিক সড়ক। এতে চমর ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। এটি দ্রুত সংস্কারের দাবি ওঠেছে।
এটি মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেউথা- আন্ধারমানিক সড়ক। প্রতিদিন ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার শত শত মানুষ এই পথে জেলা শহরে যাতায়াত করেন। বেউথা- আন্ধারমানিক সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করে কয়েক হাজার শিক্ষার্থীও।
প্রায় দুই কিলোমিটার এই সড়কের বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বিভিন্ন যানবাহন এসব গর্তে পড়ে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শুকনা মৌসুম কোনমতে পার হলেও, বর্ষাকালে দুর্ভোগ বাড়ে দ্বিগুণ।
দায় নিতে নারাজ এলজিইডি, পৌরসভা কিংবা সড়ক বিভাগ কেইউ। একে অন্যকে দুষছেন তারা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের।