চট্টগ্রামের বায়েজিদ বালুছড়ায় ছাত্র শিবিরের অভ্যন্তরীণ বিরোধে ব্রাশফায়ারে শিবির ক্যাডার ছোট সাইফুলসহ তিনজন হত্যা মামলায় দুর্ধষ ক্যাডার জামাই কাশেম ও ইউসুফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামাল হোসেন এ রায় দেন।
২০০৪ সালের ২৯ জুন ব্রাশফায়ারে নিহত হন শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তার বড় ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগম। পরদিন সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বায়েজীদ থানায় মামলা করেন। মামলায় শিবিরের দুর্ধষ ক্যাডার জামাই কাশেম, ইউসুফ, গিট্টু নাছির ও ফয়েজ মুন্নাকে আসামি করা হয়।
চারজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্রও দাখিল করে। পরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন গিট্টু নাছির ও ফয়েজ মুন্না।
২০০৭ সালের ৫ জুলাই বাকি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে মামলা থেকে অব্যাহতি পেতে কাশেম শিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেনি।
রুনা আনসারী/এজে/ দীপ্ত সংবাদ