ভারতের জলপাইগুড়ি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের কারণে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত নথিতে স্বাক্ষর করেন ভারতের জলপায়গুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লোকসভা নির্বাচনের কারণে বুধবার থেকে আগামী শুক্রবার (১৭ থেকে ১৯ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি–রফতানি এবং ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের জলপায়গুড়ি জেলা ম্যাজিস্ট্রেট।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ সময় সংবাদকে বলেন, ২০ এপ্রিল শনিবার সকাল থেকে সকল কার্যক্রম আবারও চালু হবে। এটি বাংলাদেশের কোনো নির্দেশনা না। ভারতের সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে ভারতের জলপাইগুড়ি আসনের লোকসভা নির্বাচন।
এসএ/দীপ্ত সংবাদ