চলমান আইপিএলের ১৭তম আসরে নিলামে মিলিয়নিয়ার হয়েও মাঠে ফ্লপ রয়েছেন ক‘জন তারকা খেলোয়াড়। কাঁড়ি কাঁড়ি টাকায় কেনা ক্রিকেটাররা প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারেনি এখনো।
অ্যান্ড্রু ফ্লিনটফ, যুবরাজ সিং, ইরফান পাঠান, অ্যারন ফিঞ্চ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, বেন স্টোকস, ক্রিস মরিসদের মতো ২০২৪ সালেে আইপিএলও, চড়া দামে বিক্রি হওয়া কয়েকজন খেলোয়াড় মাঠে একেবারেই মলিন। তাদের মধ্যে একজন, মিচেল স্টার্ক। যার একটি বলের মূল্য ২৯ লাখ ৪৬ হাজার রুপি, আর একটি উইকেটের মূল্য ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার রুপি।
অজি তারকা ক্রিকেটারকে নিলাম ইতিহাসের রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ৩৪ বছর বয়সী বোলারের পেছনে এত টাকা ঢেলে শাহরুখ খানের দল ভুল করেছে কি না, তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১১.০০ ইকোনমি রেটে রান বিলিয়েছেন, উইকেট নিয়েছেন মাত্র দু‘টি।
তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারকে ১৪ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস, যা এবারের আসরে নিলামে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক। মোস্তাফিজুর রহমানের সতীর্থ মিচেলের, ৫ ম্যাচে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান। ১২৫.৩৩ স্ট্রাইক রেটও আহামরি নয়। ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৫।
গেলো ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের ২০১ রানের অতিমানবীয় ইনিংসটির কথা কে ভুলতে পারেন। আহত বাঘের মতো একাই লড়াই করে, অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। অথচ আইপিএলের এ মৌসুমে ৬ ম্যাচে মাত্র ৫.৩৩ গড়ে করেছেন ২৮ রান। এর মধ্যে তিনটিতেই ডাক। ৯৪.১২ স্ট্রাইক রেট তার নামের সঙ্গে ভীষন বেমানান। বল হাতে ৬ ম্যাচে নিয়ে ৪ উইকেট। ইকোনমি রেট ৮.৪৪।
আসরের হতাশজনক পারফর্ম করা আরেক মিলিয়নিয়ার অস্ট্রেলিয়ান হলেন ক্যামেরন গ্রিন। গতবারের পারিশ্রিমক ১৭ কোটি ৫০ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে বিক্রি করে দেয় মুম্বাই। ৫ ম্যাচে মাত্র ১৭ গড়ে করেছেন ৬৮ রান। স্ট্রাইক রেটও টি–টোয়েন্টির দাবি মেটানোর মতো নয়। ৯.৪০ ইকোনমি রেটে নিয়েছেন মাত্র ২টি উইকেট। দলের প্রত্যাশা পূরণ পুরোপুরি ব্যর্থ তিনি।
ইংলিশ ক্রিকেটার স্যাম কারেন, ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দল ভেড়ায় পাঞ্জাব কিংস। আসরে নিজের প্রথম ম্যাচ অর্ধশতক করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও এর পর থেকে পারফরম্যান্সে ভাটা পড়েছে। মোট ছয় ইনিংসে ২১ গড়ে ১২৬ রান করা কারেনের স্ট্রাইক রেটও খুব একটা সুবিধার নয়। তবে বল হাতে পুষিয়ে দিচ্ছেন কিছুটা। ৮.৪৪ ইকোনমি রেটে শিকার করেছেন ৮ উইকেট।
এ ছাড়া পরিচিতি খেলোয়াড়দের মধ্যে চড়া দামে বিক্রি হওয়া হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, শিখর ধাওয়ান, মিচেল মার্শরা এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি।
সুপ্তি/ দীপ্ত সংবাদ