বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা ১৭২, হাসপাতালে ভর্তি ৮২

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

ঈদের ছুটিতে আশঙ্কাজনকহারে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টারও কম সময়ে ঢাকা শহর ও আশপাশের এলাকায় দুর্ঘটনা ঘটেছে ১৭২টি। এতে মারা গেছেন তিনজন। আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৭৬ জন।


সরেজমিনে দেখা যায়
, ঢাকার ফাঁকা সড়কে বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালাকরা। এদের অধিকাংশই বয়সে তরুণ, অনেকর মাথায় হেলমেট নেই, আবার লাইসেন্সবিহীন চালকও রয়েছেন।


পুলিশের দেয়া পরিসংখ্যান অনুযায়
, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে মারা গেছেন তিনজন।


দুর্ঘটনার বিষয়ে
আহতদের স্বজনরা জানান
, বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে কোন যানবাহন চালানোই উচি নয়। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটছে।


জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান
(নিটোর) পথিক বিশ্বাস বলেন, বাইক চালকদের গতি স্বাভাবিক থাকলে এদুর্ঘটনা ঘটত না।


রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়
, ২০২৩ সালে দেশজুড়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে হাজার ৫৩২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে দুই হাজার ৪৮৭ জন। নিহতদের ৭৫ দশমিক ৩৯ শতাংশেরই বয়স ১৪ থেকে ৪৫ বছরের মধ্যে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More