টাঙ্গাইলে বেসরকারি উদ্যোগে অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাট পাতার চা। দেশে চাহিদা বাড়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এই চা। এভাবেই পাট পাতা দিয়ে তৈরি হচ্ছে অর্গানিক চা। দেশি জাতের পাটপাতা শুকিয়ে গুঁড়া করে প্যাকেটজাত করা হয়।
পাটপাতার এই চা বাণিজ্যিকভাবে বাজারজাত করছেন টাঙ্গাইলের দেলদুয়ারের তরুন উদ্যোক্তা জাকির হোসেন তপু। এই চা বাজারজাত করে বৈদেশিক মুদ্রা অর্জনে সরকারি পৃষ্ঠপোষকতা চান তিনি।
বিভিন্ন প্রতিষ্ঠান এরইমধ্যে পাটপাতার চা বিক্রি করছে। ক্রেতাদের কাছেও বেশ পরিচিতি পেয়েছে এই চা। জেলা প্রশাসন জানিয়েছে, পাট পাতার চা উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
বর্তমানে পাট পাতার অর্গানিক চা জার্মানি ও ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা রপ্তানি করা হচ্ছে।