২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। সেই সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল দলের নেতৃত্ব দেন মাগুরার মেয়ে অর্পিতা বিশ্বাস। বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মাগুরার আরেক মেয়ে উম্মে কুলসুম ।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও দলের সদস্য উম্মে কুলসুমকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন। অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই নারী খেলোয়াড়ের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও চেক তুলে দেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ফুটবল কোচ প্রভাস চন্দ্র দেবজ্যোতি ও শহিদুল ইসলামসহ সুধীজন উপস্থিত ছিলেন।
শ্রাবণ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ