শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

সন্ত্রাস দমনে বান্দরবানে যৌথ অভিযান শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সন্ত্রাস দমনে বান্দরবানে যৌথ অভিযান চলছে। এরইমধ্যে কেএনএফের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বান্দরবান সফর করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শিগগিরই শান্তি ফেরার আশা করছেন তিনি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশপাশের এলাকায় হামলা চালায় কেএনএফের সদস্যরা। পুলিশ ও আনসারের ১৪টি অস্ত্র ও ব্যাংক লুটের পাশাপাশি ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে তারা। এর ১৬ ঘণ্টা পর থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি করে কেএনএফ। আলীকদমের ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টেও হামলা চালায় তারা।

এসব ঘটনার পর শনিবার থেকে পার্বত্য অঞ্চলে যৌথ অভিযান শুরু হয়। এতে অংশ নিচ্ছে র‌্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্যরা। রবিবার ভোরে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টকেএনএফের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে তার বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব১৫ এর একটি দল।

পরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, কেএনএফ নেতার বাসা থে‌কে ২‌টি এয়ারগান জব্দ ক‌রা হয়েছে।

এরআগে বান্দরবান সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি জানান, শান্তি আলোচনা শুরুর পর কেএনএফকে বিশ্বাস করা হলেও তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করেছে।

সেনাপ্রধান বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই জনগণের ভেতরে শান্তি ফিরে আসবে।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More