২০২০ সালে করোনার মহামারি সময়ে যাত্রা শুরু করে শুদ্ধ সাহিত্য চর্চার অন্যতম সংগঠন একইবৃত্ত শিল্প–সাহিত্য পরিষদ। এ বছর সংগঠনটি তৃতীয় বর্ষে পদার্পন করেছে।
সম্প্রতি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সের মিলনায়তে সংগঠনটি তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। সাহিত্য চর্চায় ভূমিকায় রাখায় তিনি সংগঠিনটির প্রশংসা করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের কোম্পানি লি.-এর জিএম খোকন কুমার শীল, লেখক সালমা হক, বীর মুক্তিযোদ্ধা খান ওয়াহিদুজ্জামান বাবলু, বীর মুক্তিযোদ্ধা ও কথাসাহিত্যিক ইসহাক খান, বীর মুক্তিযোদ্ধা ওবায়েদুল কবির মোহন, কবি ও সংগঠক জি এম রুহুল আমিন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা নুরুল শিপার খান। তিনি বলেন, আগামী বছর দেশের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে আমাদের সংগঠনের নাম ছড়িয়ে দিতে চাই।
একইবৃত্ত শিল্প–সাহিত্য পরিষদের তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও সংগঠনটির সাধারণ সম্পাদক তারানা নাজনীন। অনুষ্ঠানের শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।