সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে আগুন লাগায় পুড়ে গেছে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার। এতে দুইজন নিহত ও আটজন দগ্ধ হয়েছেন।
এ ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা ঢাকা–আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে লরিটিতে আগুন ধরে যায়। লরির পেছনে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেট কারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অ্যাম্বলেন্স ও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আল / দীপ্ত সংবাদ