গাজীপুর মহানগরের কোনাবাড়ী উপজেলার জরুন এলাকায় বকেয়া বেতন,ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবীতে কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানায় শ্রমিকেরা বিক্ষোভ করছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ৬ টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করছে শ্রমিকরা। জানা যায় ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে।
কেয়া নীট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবী, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় অতিষ্ট শ্রমিকরা।
শ্রমিকেরা জানায়, বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
জিএমপি কোনাবাড়ি থানার ওসি একে এম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে নেয়ার চেস্টা চলছে।
আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ