বহুল আলোচিত হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকারদের কবলে পড়েছে। হ্যাক হওয়ার পর থেকেই পেজটিতে অশ্লীল ছবি পোস্ট করা হয়।
শনিবার (৩০ মার্চ) মধ্যরাত আড়াইটার দিকে হ্যাকাররা পেইজটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন হিরো আলম।
হ্যাকিংয়ের পর হিরো আলমের পেজে একটি স্ট্যাটাসে লেখা হয়, উগান্ডা সাইবার টিম পেইজটি হ্যাক করেছে। সাথে প্রোফাইল পিকচার চেঞ্জ করে কাশ্মীরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির ছবি দেয়া হয়েছে।
এদিকে হ্যাকাররা পেইজের কাভার ফটো পরিবর্তন করে অশ্লীল একটি ছবি দেয়। তবে কমিউনিটি গাইডলাইনের আওতায় ছবিটি সম্ভবত ফেসবুক সরিয়ে দিয়েছে।
এছাড়া বুরহান ওয়ানিকে নিয়ে একটি পোস্টও দেয়া হয়েছে। যাতে তাকে কাশ্মীরের ওপর ভারতের শোষণবিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে হিরো আলম জানান, তার ফেসবুক আইডি এবং ভেরিফায়েড পেইজ হ্যাক হয়েছে। এগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে তার টিম কাজ করছে।
তিনি বলেন, এর আগেও আমার নয়টা পেজ হ্যাক হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক চক্র জড়িত থাকতে পারে। আমার অনেক প্রতিবাদী কথা অনেকের সহ্য হয় না। অনেকে চায় না যে, হিরো আলম অনলাইনে থাক। কিন্তু এসব করে আমাকে কেউ থামাতে পারবে না।
সুপ্তি/ দীপ্ত সংবাদ