পঞ্চগড়ে জমি থেকে বাদাম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভালো ফলন ও কাংখিত দাম পাওয়ায়, বাদাম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে।
পঞ্চগড়ের আবহাওয়া ও বেলে দোঁআশ মাটি বাদাম চাষের উপযোগী হওয়ায়, দিনদিন এটি চাষে ঝুঁকছেন কৃষকরা। আগস্টের মাঝামাঝি বীজ রোপণ করা হয়। চার মাস পর শুরু হয় বাদাম সংগ্রহের কাজ। আগের বছরগুলোতে ভাল দাম পাওয়ায়, এই মৌসুমে চাষ বেড়েছে।
ভালো মানের কারণে এই অঞ্চলে বাদাম বীজের চাহিদা বেশি। প্রতি বিঘায় ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ করে, অন্তত ৬০ হাজার টাকার ফলন পান চাষিরা। চলতি মৌসুমে জেলায় এগারোশ পঞ্চাশ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। লক্ষমাত্রা দুই হাজার মেট্রিকটন।
সরকারের সহায়তা পেলে বাদাম চাষের পরিধি আরও বাড়বে বলে জানান চাষিরা।