বিশ্বকাপের ফাইনালে মেসি ও এমবাপ্পের দিকে সবার নজর থাকলেও, ফল গড়ে দিতে পারেন ডি মারিয়া বা গ্রিজম্যানও। তাই, পরিকল্পনা সাজাতে ব্যস্ত দুই কোচ।
দুই পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে একাদশ সাজাতে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। পুরোপুরি ফিট ডি মারিয়া ফিরছেন একাদশে। চোটের কারণে থাকবেন না মিডফিল্ডার পাপু গমেজ। আর হলুদ কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মার্কুস আকুনা ও গঞ্জালো মন্টিয়েল। আলবিসেলেস্তাদের গোলপোস্ট পাহারায় থাকবেন মার্টিনেজ। সেন্টারব্যাকে রোমেরো এবং ওটামেন্ডি খেলবেন প্রথম একাদশে। দুই সাইডব্যাকে মার্কুস আকুনা ও ন্যাহুয়াল মলিনা।
মাঝমাঠে অ্যানঞ্জো ফার্নান্দেজ, ডান পাশে ডি পল এবং বা দিকে ম্যাকালিস্টার। আর ফ্রান্সের রক্ষণে আক্রমণ করার দায়িত্বে থাকবেন লিওনেল মেসি। দুই উইঙ্গার হুলিয়ান আলভারেজ ও ডি মারিয়া। বদলি খেলোয়াড় হতে পারেন পাওলো দিবালা।
ফ্রান্সের মূল শক্তি আক্রমণভাগ। এমবাপ্পে আর ডেম্বেলেকে সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষের দলগুলো। দুর্দান্ত ছন্দে আছেন গ্রিজমান ও জিরু। বল আগলে দুই উইং দিয়ে এমবাপ্পে বা ডেম্বেলেকে বল ছাড়ার জন্য জিরু এখনো ভয়ঙ্কর। জ্বলে উঠতে পারেন গ্রিজম্যানও। গোলরক্ষক হুগো লরিসও পার করছেন ক্যারিয়ারের সেরা সময়।