তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। চলমান রমজানে এই দুর্ভোগ এখন নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে অফিস ছুটির পর বেশিরভাগ সড়কেই গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। যাত্রী কিংবা চালককে বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের বিকেলের চিত্র। বাস, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে ঠাসা রাজপথ। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, কিন্তু গাড়িগুলো সব ঠাঁয় দাঁড়িয়ে।
রমজান মাস হওয়ায় বেলা ৩টা থেকে ৪টার মধ্যেই সব সরকারি–বেসরকারি অফিস ছুটি হয়ে যায়। ফলে, ঘরে ফিরে ইফতার করার তাড়া থাকে সবারই।
উত্তরা–মিরপুরবাসীকে স্বস্তি দিয়েছে মেট্রোরেল। তবে অন্যান্য রুটের যাত্রীদের যানজটের দুর্ভোগ রয়েই গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিএফডিসি গেইট সংলগ্ন ডাউন র্যাম্প দিয়ে তো দুপুরের পর থেকেই শুরু হয় গাড়ির দীর্ঘ সারি।
সমস্যা সমাধানে ট্রাফিক ব্যবস্থাকে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খল করতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ।
যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেতে দীর্ঘস্থায়ী ও কার্যকর পদক্ষেপের দাবি জানান ঢাকাবাসী।
আল / দীপ্ত সংবাদ