নরসিংদীতে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৭ আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৫ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো– নাদিম হোসেন আনিছ (২৯), তোহা মীর শাওন (৩৮), বন্দর থানার মামুন (২৯), নরসিংদীর মাধবদীর মোঃ অন্তর (২৮), আল আমিন (২৫), হবিগঞ্জের সোহেল মিয়া (৩৫) এবং ময়মনসিংহের ইশ্বরগঞ্জের ইলিয়াছ (২৩)।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ২০ মার্চ রাতে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় ডিবি পরিচয়ে গতিরোধ করে ৭৫ ড্রাম সয়াবিন তেলসহ একটি পিকআপ লুট করে নেয় একটি চক্র। প্রতিষ্ঠানটির করা অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মালামাল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তারে নামে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, অভিযান চালিয়ে রবিবার (২৪ মার্চ) নরসিংদী, নারয়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ ড্রাম সয়াবিন তেলাসহ পিকআপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলাও রয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ