এদিকে, আজ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও মরক্কো। দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এবারের আসরে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। ‘এফ’ গ্রুপে তাদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। পরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো আর রানার্সআপ হয়ে নকআউটে পা রাখে দল দুটি।
কাতার বিশ্বকাপে সবচেয়ে আলোচিত দল মরক্কো। একের পর এক চমক জাগানো পারফরম্যান্স দিয়ে, সেমিফাইনালে জায়গা করে নেয় আশরাফ হাকিমিরা। সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে, শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেলেও, ফুটবলপ্রেমীদের হৃদয়ে দাগ কেটেছে আফ্রিকার দেশটি।
অন্যদিকে নকআউটে জাপান ও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে, সেমিফাইনালের টিকেট কাটে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে, শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপে, অন্তত তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করতে চাইবে তার সতীর্থরা।