দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকার মহারণ। আর তা মাথায় রেখে আন্তুর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
শনিবার (২৩ মার্চ) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
অনেক নাটকীয়তার পর দরিভালের হাত ধরে নতুন যাত্রা শুরু করার অপেক্ষায় ব্রাজিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চোটজর্জরিত এক দলকে পাচ্ছেন দরিভাল। দলের অন্যতম সেরা তারকা নেইমার ছাড়াও চোটের কারনে নেই এলিসন, এডারসন, ক্যাসেমিরোর মতো তারকারা। তাইতো রাশফোর্ড– বেলিংহামদের মতো উড়ন্ত ফর্মে থাকা ইংলিশ তারকাদের বিপক্ষে, সেই চ্যালেঞ্জ দরিভাল কীভাবে মোকাবিলা করবেন, সেটিই দেখার অপেক্ষা।
অন্যদিকে ইংলিশ শিবিরে থাকছেন না বায়ার্ন তারকা হ্যারি কেইন। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১০টিই জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আল / দীপ্ত সংবাদ