টাঙ্গাইল শাড়ির রাজধানী নামে পরিচিত পাথরাইল। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন ডিজাইনের শাড়ি তৈরিতে ব্যস্ত সেখানকার তাঁতীরা। দিন রাত এক করে বাহারি রং ও ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ী তৈরি করছেন কারিগররা।
টাঙ্গাইল শহর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলায় পাথরাইলের অবস্থান। এখানে ঘরে ঘরে তৈরি হয় তাঁতের শাড়ি। ঈদকে ঘিরে শাড়ী তৈরিতে ব্যস্ত কারিগররা। তারা জানান, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে টিসু জামদানি, মসলিন জামদানি, তসর সিল্ক ও বালুচুরি শাড়ির।
এছাড়া, এবারের ঈদে নতুন আকর্ষণ মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক। চাহিদা থাকায়– হাজার বুটিক, বেনারসীসহ নানা রংয়ের মনকাড়া ডিজাইনের টাঙ্গাইল শাড়ি বানাচ্ছেন কারিগররা।
করোনাসহ নানা কারণে গত ৪ বছরের ভয়াবহ ক্ষতি কাটিয়ে, এবার শাড়ি শিল্প ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
পাইকারি ও খুচরা বাজার মিলিয়ে এবার প্রায় ৫০ লাখ পিস শাড়ি বাজারজাতকরণ করা হয়েছে। যার মূল্য তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
আল / দীপ্ত সংবাদ