৩১
মিয়ানমারের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে বিমান হামলায় অন্তত ২৩ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন।
সোমবার (১৮ মার্চ) সেনাবাহিনী যুদ্ধবিমান থেকে মিনবিয়ায় হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হামলায় নিহতদের মধ্যে ধর্মীয় এক নেতা, তার স্ত্রী ও বেশ কয়েকজন শিশু রয়েছে।
সংবাদমাধ্যম দ্য ইরাবতি বলছে, বোমা হামলায় আহত ১৮ জনকে চিকিৎসা দিচ্ছে আরাকান আর্মি। এছাড়া আহত আরও ১৫ জনকে গ্রামের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর ক্রমাগত বিমান হামলার খবরে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আল / দীপ্ত সংবাদ