রবিবার, নভেম্বর ১০, ২০২৪
রবিবার, নভেম্বর ১০, ২০২৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ১৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কমলা খাতুন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে এ অগ্নিদুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

মঙ্গলবার (১৯ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় দগ্ধ হওয়া মশিউর রহমান (২২) নামে আরও একজন মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, সোলায়মান, রাব্বি ও তাওহীদ মারা যান।

উল্লেখ্য, গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More