সিরাজগঞ্জে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান–আল–মারুফ।
আরও পড়ুন: শিক্ষার্থীকে গুলি: বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান–আল–মারুফ জানান, সদর উপজেলার ছোনগাছা বাজার, কাঠেরপুল বাজার, সিরাজগঞ্জ শহরের বড়বাজার ও বানিয়াপট্রি বাজার এলাকায় ভোক্তা অধিকার বিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছোনগাছা বাজার এলাকায় মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে রাজু স্টোরকে এক হাজার টাকা, জাকিরুল স্টোরকে এক হাজার টাকা, সফিকুল স্টোরকে এক হাজার টাকা, বেলাল স্টোরকে পাঁচ হাজার টাকা, হাকিম স্টোরকে দুই হাজার টাকা ও বানিয়াপট্রি বাজারে আরাফ স্টোরকে দুই হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য ও ফলের দোকান মনিটরিং করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
শিশির/ সুপ্তি/ দীপ্ত সংবাদ